• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আগামীকাল "উজানে মৃত্যু" মঞ্চায়িত হবে জবিতে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
আগামীকাল "উজানে মৃত্যু" মঞ্চায়িত হবে
নাটক 'উজানে মৃত্যু'

মেহেদী হাসান (কাওছার), জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে কালজয়ী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ’র লেখা সর্বশেষ নাটক উজানে মৃত্যু। 

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় ও বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের বাস্কেটবল প্রাঙ্গনে মঞ্চায়িত হবে নাটকটি।

নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবির সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় নাটকে অভিনয় করবেন সালজার সালেকিন,তৌহিদ চৌধুরী, রিজভী আহমেদ, সাইফুল ইসলাম শাহিন,দ্রোহী তারা,মমতাজ আরা বর্ষা, মাহবুবা আফরোজ মৌ ও শারমিন আক্তার।

প্রসঙ্গত, উজানে মৃত্যু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সবশেষ নাটক। তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়ে নাটকটি সাজানো। এখানে অস্তিত্বহীন মানবজীবন ও তার সংগ্রামকে তুলে ধরা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image