কবিতা: মানবিক কাজে রেড ক্রিসেন্ট
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।
রেড ক্রিসেন্ট মানবতার আশা
কল্যাণ সেবা দিতে সদা প্রস্তুত তারা,
দুর্যোগে বিপন্নদের পাশে থেকে
সাহায্য করে তাদের প্রাণ রক্ষা করে।
সমাজের কল্যাণে নিজেদের সঙ্গে
সবার পাশে থেকে মানবতা ছড়িয়ে দেবে,
স্বেচ্ছাসেবকদের নিয়ে জনসেবার জন্য
রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত থাকবে।
দুর্যোগে সাহায্যের জন্য রেড ক্রিসেন্ট
সর্বদা তার হাত বাড়িয়ে দেবে আগে,
মানবতার কল্যাণে একজন স্বেচ্ছাসেবক হতে চাইলে
রেড ক্রিসেন্ট তাকে সবসময় সমর্থন করবে।
সকাল, দুপুর, সারাবেলা
যখনিই বিপদের সংবাদ পাই তারা,
মানবেনা'তো কোনো বাঁধা
ছুটে যাবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা।
আমরা বড়ই আজব জাতি!
সব বিপদে যাদের আমরা প্রথমে দেখি,
আমরাই আবার ' পাগল ' বলে
তাদেরকেই তুচ্ছ করি।
তবুতো ওরা মানবিক কাজে
পাই'নাতো মোটেও ভয়,
সব বাঁধা 'কে তুচ্ছ করে
ভয়কে করে নেয় জয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: