• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজিতে প্রকাশিত হয়েছে সৌমিত্র দেব এর কবিতা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৪ এএম
আমাজন ডট কমে পাওয়া যাচ্ছে
প্রকাশিত হয়েছে সৌমিত্র দেব এর কবিতা

নিউজ ডেস্ক:  আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজিতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের কবি সৌমিত্র দেব এর কবিতা । এতে স্থান পেয়েছেন ৫৯ দেশের ২২৯ জন কবি।

ডার্কলাইট পাবলিশিং-এর স্বত্বাধিকারী কবি রবার্টো ম্যানডোজা আয়েলা জানিয়েছেন যে বইটি ইতিমধ্যেই আমাজন ডট কমে পাওয়া যাচ্ছে । বইটি উৎসর্গ করা হয়েছে আমেরিকার কবিতার আইকন, কবি স্ট্যানলি কিউনিটজকে। প্রচ্ছদ করেছেন মেক্সিকোর শিল্পী আলেন্জো ভেনেগাস গোমেস। সম্পাদনা পরিষদে যুক্ত ছিলেন প্রফেসর নিকোলাস বার্নস, প্রফেসর জোন ডিগবি, ও কবি নাজনীন সীমন। ফরোয়ার্ড লিখেছেন প্রফেসর নিকোলাস বার্নস, ও প্রফেসর জন ডিকবি। ভূমিকা লিখেছেন এন্থোলজি সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। প্রত্যেক কবির পরিচিতিও সংযোজিত হয়েছে।

হাসানআল আব্দুল্লাহ জানান, আজ আমার ও ‘শব্দগুচ্ছ’ পরিবারের জন্যে আনন্দের দিন। ‘শব্দগুচ্ছ’ কবিতা পত্রিকায় প্রকাশিত গত ২৫ বছরের নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশ পেলো ‘ওয়ার্ল্ড পোয়েট্রি এন্থোলজি’।

বিশ্ব কবিতার এই সংকলনটি প্রকাশিত হলো ‘শব্দগুচ্ছ’-র পঁচিশ বছরপূর্তি উপলক্ষে। আশা করি আগ্রহী বন্ধুরা সংগ্রহ করবেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image