
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আলোচনা সভা ও র্যালীর মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক জিলুফা সুলতানা, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আমিন রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিউর রহমান মন্ডল মিলন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা আলতাব হোসেন, আইসিটি কর্মকর্তা আশফাক হোসেন ও সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, চেয়ারম্যান শাহ আরিফুজ্জামান, সাদেকুল ইসলাম. সাংবাদিক আমিনুল ইসলাম, এনামুল হক শাহিন, রবিউল ইসলাম রবি, মেজবাহুর রহমান, বাবলু মিয়া, নুরুল ইসলাম ময়না প্রমুখ । আলোচনা সভার পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: