• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তারুণ্যের সমাবেশে একদফা একদাবি যুগপথ আন্দোলনের ঘোষণা বিএনপির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৬ পিএম
তারুণ্যের সমাবেশে
একদফা একদাবি যুগপথ আন্দোলনের ঘোষণা বিএনপির

ষ্টাফ রিপোর্টার : ঢাকা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ শেষ হলো।

শনিবার দুপুর দুইটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারুণ্যের সমাবেশ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের আগেই ঢাকার এই তারুণ্য সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়েছে। সমাবেশের উদ্দেশ্যে  মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান রমনা পার্কে ছাড়িয়ে কাকরাইল, পল্টন ও শাহবাগ পর্যন্ত বিস্তৃতি ঘটেছে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।

এই দাবিতে বাংলাদেশের সাধারণ জনগণের ভোটধিকার হরণকারীদের উদ্দেশ্যে ১১ দফা দাবি ঘোষণা দিয়েছেন ১ বর্তমান ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ ২ কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ৩ বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি ৪ নির্বাচন কমিশন পূর্ণগঠন ৪ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ৫ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা ৬ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি ৭ মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার ৮ ফরমায়েশি সাজা বাতিল ৯ সংবিধান রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ১০ জনগণকে অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগোপথ আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা আগামী ২৭ জুলাই রোজ বৃহস্পতিবার ২০২৩ ঢাকায় দুপুর দুইটায় মহাসমাবেশ শান্তিপূর্ণ মহাসমাবেশ ।

একই দাবিতে এরই মধ্যে পাঁচটি সমাবেশ করা হয়েছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকের শেষ সমাবেশে নতুন প্রজন্মের ভোটারদের ভোটাধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সরজমিনে দেখা গেছে, সকাল দশটার পর থেকে একে একে খন্ড খন্ড মিছিল আসতে থাকে এবং ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। আজ ভোর থেকেই বিভিন্ন উপজেলার  বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image