ম. ইশতিয়াক মাহমুদ
বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনের রাস্তায় রক্তাক্ত নিথর দেহের
এই মানুষ দুজনের নাম কি আপনার জানা আছে?
একজনের নাম পরেরদিন দৈনিক প্রথম আলোতে এসেছে
সাভারের সদাচঞ্চল, পরোপকারী মেয়ে নাম তার মাহবুবা।
যেমন সুন্দর নিরীহ তাঁর নাম, ঠিক তেমনটিতাঁর চোখের দৃষ্টি
বন্ধু, তাঁর চোখের দিকে তাকিয়ে দেখুন
মনে হচ্ছে না আপনার বোন বা মায়ের
পরম স্নেহ আর ভালবাসা নিয়ে তিনি আপনার দিকে তাকিয়ে আছেন
২১ আগস্ট গ্রেনেড হামলায় ক্ষত-বিক্ষত হয়েও দেখুন
আমাদের মাহবুবার চোখে নেই কোন প্রতিহিংসা বা অভিযোগের ছাপ,
তাঁর সদা পরোপকারী হাত দুটোও দেখুন অসহায়ভাবে রাজপথে আছড়ে পড়েছে।
বঙ্গবন্ধুর সৈনিকেরা এভাবেই অহিংস পন্থায়
প্রতিহিংসা আর আগ্রাসনের জবাব দিয়ে যায়।
তাই গ্রেনেড, বোমা, বন্দুকের গুলি, ট্যাংক
কোন কিছুই তাদেরকে দমাতে পারেনা।
যেমনটি পারেনি '৭১ এর পাকিস্তানি হাঁয়নারা
পাকিস্তানিদের প্রেতাত্মা
বিএনপি-জামায়াত জোটের খালেদা-নিজামি জানেনা
এইভাবে মানুষের মুক্তির আকাংখাকে দমানো যায়না।
হিংস্রতা, নিষ্ঠুরতা আর মিথ্যাই ওদের রাজনীতির একমাত্র শক্তি
গত সাড়ে চারবছরে ওরা নির্দ্বিধায়, নির্বিচারে
খুন-হত্যা-গুম করেছে আবাল-বৃদ্ধা-বণিতা
আর অনাথ হয়েছে অসংখ্য শিশু আর অসহায় বালক-বালিকা।
আমাদের এতো দিনের ধারণা ছিল ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা
সরকারের ভেতরকার একটি অংশের দ্বারা সংঘটিত বিচ্ছিন্ন ঘটনা
কিন্তু আজ আমরা সাধারণ মানুষেরা কী দেখছি?
আমাদের সবার জন্যে
অত্যন্ত লজ্জার ও বেদনার বিষয় হওয়াসত্ত্বেও
বলতে হচ্ছে এদেশের প্রধানমন্ত্রী আপনি করছেন কী?
গ্রেনেড, বোমা, বন্দুকের গুলি যাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে
আওয়ামীলীগের কর্মী, সমর্থক যারা
প্রতিনিয়ত নিহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে
তাদেরকে-ইআপনি দায়ী করছেন ।
তাই প্রধানমন্ত্রী খলেদা জিয়া আমাদের এখনকার উপলব্ধি
আপনি গোলাম আযম-নিজামীর ন্যায় পাকিস্তানিদের যোগ্য উত্তর সুরি।
বিএপি চেয়ারপার্সন খালেদাজিয়া আপনাকে বলছি
নির্বাচনে জেতা আর মানুষের মন জয় করা এক জিনিস নয়।
জার্মানির নাৎসী নেতা এডলফ হিটলারও
নির্বাচনে জিতে সারা পৃথিবীতে যে তান্ডব চালিয়েছিলো
তা আজও মানবজাতিকে শিহরিত করে
গণতন্ত্রের লেবাসে, ধর্মের নামে আপনার যোগ্যতা ও ক্ষমতার জোরে
খাদ্যদ্রব্য মজুত করে, একচেটিয়া সিন্ডিকেট করে
কোন সময়ে প্রকাশ্যে আবার কোনসময়ে অপ্রকাশ্যে
আপনি যা করেছেন তা কি হিটলারের
চেয়ে কোন অংশে কম?
তাইবলছি বঙ্গবন্ধু এভিনিউয়ের মাহবুবা, আইভি রহমানেরা
বাগমারা-আত্রাইয়ের আজহার প্রামাণিক, শেখ ফরিদেরা
কোনদিন তোমায় ক্ষমা করবে না
কবি নির্মলেন্দু গুণের সাথে গলা মিলিয়ে তাই বলি
হে অনাগত শিশু হে আজকের প্রজন্মের শিশু ও কিশোর
তোমরা মুক্ত মনের মানুষ হয়ে
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করবে
তোমরাই পারবে নিশ্চয়ই পারবে
অসাম্প্রদায়িক সোনার বাংলা, শোষণ - বঞ্চনামুক্ত
বাংলাদেশ গড়তে।
লেখক : মহাব্যবস্থাপক, সুশাসন ও জবাবদিহিতা, সোশ্যাল ডেভেলপমেণ্ট ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শন, মুক্তিযুদ্ধ এবং সামাজিক পুঁজিবিষয়ক লেখক, প্রশিক্ষক ও গবেষক।
প্রথম প্রকাশ: এপ্রিল ২০০৬
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: