
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গাজিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন।
এছাড়া উপজেলা ইউআরসি ইন্ট্রাক্টর মাহমুদুল হক, মুলগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক আখেজ উদ্দিন, ইউপি সদস্য আঃ কুদ্দুস,সাংবাদিক ও শিক্ষক এম এ জিন্নাহ,স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা, লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: