• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আটক ২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩২ পিএম
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ
আটক ২

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন রাউন্ড রাইফেলের গুলি, দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গানসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। 

শনিবার (২১ অক্টোবর) সকালে উখিয়া ক্যাম্প-৫ এ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।আটক দুজন হলেন, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা কামাল হোসেন ও একই ক্যাম্পের ছব্বির আহমদ।

 ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টায় উখিয়ার ইরানি পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। 

এ সময় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহমদ তাকে সরবরাহ করেছে। তার দেওয়া তথ্যমতে, তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহামদকে আটক করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় এপিবিএন অধিনায়ক মো. ইকবাল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image