• ঢাকা
  • সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পোশাকশ্রমিকরা ফিরছেন শিল্পাঞ্চলে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
শিল্পাঞ্চলে 
পোশাকশ্রমিকরা ফিরছেন

নিউজ ডেস্ক : ঈদুল আজহার ছুটি শেষে পোশাকশ্রমিকরা কাজে যোগ দিতে শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছেন। এতে সাভারে বেড়েছে যানবাহনের চাপ।

শনিবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ঈদের লম্বা ছুটি শেষে পোশাকশ্রমিকদের শিল্পাঞ্চলে ফিরতে দেখা গেছে।

নবীনগর-চন্দ্রা মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে উত্তরবঙ্গের যানবাহনের চাপ বাড়তে থাকে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবহনের চাপ থাকবে বলেও জানান তিনি।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা শ্রমিকরা ফিরতি পথে পরিবহনের অতিরিক্ত ভাড়া ও ভোগান্তির অভিযোগ করছেন।

আশুলিয়ার এক পোশাকশ্রমিক শায়লা খাতুন বলেন, সাধারণ সময়ে রংপুর থেকে ঢাকায় আসতে যে ভাড়া লাগত, এখন তার চেয়ে দিগুণ ভাড়া দিয়ে আসতে হয়েছে।

রোববার (৯ জুলাই) সকাল থেকে শিল্পাঞ্চলের সব কারখানায় উৎপাদন শুরু করার কথা রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image