
জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সোনাই কাজী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ পরিদর্শন করেন ২৬ কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
বুধবার (১২ জুলাই) দুপুরে তিনি প্রকল্পের কাজ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত তোহা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডর উপসহকারী প্রকৌশলী রাফিয়া আক্তার, কামরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ হারুন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য মুজিবর রহমান প্রামানিক, উপজেলা যুব সংহতির আহবায়ক আল মামুন বাশার, সদস্য সচিব শাহনুর রহমান শাহীনসহ আরো অনেকে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: