
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে নগদ এক লাখ টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
আজ মন্ত্রী লালমনিরহাট জেলা সার্কিট হাউসে নিহত সাংবাদিক ইউনুস আলীর স্ত্রী ও দুই সন্তানের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাঁরা প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন। তাঁদেরকে কেউ অবহেলা করবেন না।
তিনি আরও বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। রোদ বৃষ্টি তাদের কাছে কোনো কিছুই না।
মন্ত্রী নিহত সাংবাদিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, শুধু এক লাখ টাকায় নয়, তার দুই ছেলে সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার কাছে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মতো মানুষ হলে এই কষ্ট আর থাকবে না।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলাসহ বিভিন্ন গণমাধ্যমের লালমনিরহাট জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুস আলী।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: