
নিউজ ডেস্ক : সিনেমার প্রচারণার সাম্প্রতিক ধরন বদলেছে। বাড়তি চমক দেখিয়ে দর্শকের কাছে মুক্তি- প্রতীক্ষিত সিনেমার খবর পৌঁছে দিতে পারে, তারই প্রতিযোগিতা চলছে। এই প্রচারণার অন্যতম কৌশল গান। সিনেমায় গান না রাখা হলেও প্রচারের জন্য নতুন করে গান তৈরি করা হচ্ছে; পরিচালকরা যাকে ‘প্রমোশনাল সং’ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন ।
২২ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তর্জাল’ সিনেমার জন্যও প্রমোশনাল গান তৈরি করা হয়েছে যে গানে পারফর্ম করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমনসহ প্রায় ৪০ জন পারফরমার। গানটির শিরোনাম 'ওয়েলকাম টু অন্তর্জাল'।
তিনি বলেন, অন্তর্জাল সিনেমার প্রমোশনাল গান এটি । বড় আয়োজন করে গানটি এফডিসিতে শুটিং করা হয়েছে । সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি তৈরি হয়েছে । ১৫ সেপ্টেম্বর গানটি রিলিজ করব আমরা ।
রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যৌথভাবে শেখ রাফি মাহমুদ ও শেখ সামি মাহমুদ । গেয়েছেন মাশা ইসলাম । এতে র্যাপ আর্টিস্ট হিসেবে রয়েছেন রাসেল মাহমুদ ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: