• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফসলি জমির মাটি কেটে বিক্রি: রামগঞ্জে একজনের কারাদণ্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম
ফসলি জমি, মাটি, বিক্রি: রামগঞ্জ, কারাদণ্ড

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সঞ্জয় কুমার দে (৪৩) নামে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রামগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকার অরুন চন্দ্র দে এর পুত্র। তাকে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। সঞ্জয় কুমার জমির উপরি ভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দেন। কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জমিটি সঞ্জয় নিজের দাবি করলেও সেটি সরকারি জমি। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image