• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে শিক্ষক-পেশাজীবীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম
ময়মনসিংহে
শিক্ষক-পেশাজীবীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ

 

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ: সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য, গুজব, কূটতথ্য প্রতিরোধে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজকে শক্তিশালীকরণের লক্ষ্যে ময়মনসিংহ এলাকায় তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর ডিবি রোডস্থ গ্রামাউস কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আলোচনায় ড. শান্তনু মজুমদার বলেন, দেশজুড়ে গুজব বা কুতথ্য ছড়িয়ে পড়ছে। এতে সহিংসতা বাড়ছে। হানাহানি ঘটছে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে কুতথ্য প্রতিরোধে সকল শ্রেণী-পেশাজীবীদের অংশগ্রহণের বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের (আইইডি) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় নাগরিক সমাজ সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার ৩০ জন নাগরিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ আবুল কাশেম, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মুক্তাদির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ নোমান, বাকৃবি শিক্ষক সমিতির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, তথ্য-যোগাযোগ প্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল, আইইডির কেন্দ্রীয় সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন, কর্মসূচি সংগঠক আব্দুল হাকীম পারভেজসহ আরো অনেকে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image