• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেইলী রোডের ভয়াবহতায় সম্মিলিত সামাজিক আন্দোলনের বিবৃতি ও শোক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম
সম্মিলিত সামাজিক আন্দোলনের বিবৃতি ও শোক
বেইলী রোডের ভয়াবহতা

নিজশ্ব সংবাদদাতা : ঢাকার বেইলিরোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এপর্যন্ত ৪৪ জন  হতাহতের সংবাদে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকাসহ সারাদেশে নির্মানাধীন ভবন সমুহে যথাযথ বিল্ডিং কোড ও নিরাপত্তার নিয়মকানুন মানা হয় কিনা তা অধিকতর তদন্ত হওয়া দরকার। বেইলি রোডের যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে যদি বিকল্প পথে নামার সূযোগ থাকতো তাহলে এতোগুলো মানুষের জীবনহানি ঘটতো না বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।

আমরা এই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্নার শান্তি কামনা করছি ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এবিষয়ে গণমাধ্যমেকে অবগত করেন। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image