• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্ধ হয়ে যাচ্ছে কম্বোডিয়ার পুরনো ইংরেজি সংবাদপত্র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৮ এএম
বন্ধ হয়ে যাচ্ছে কম্বোডিয়ার পুরনো
ইংরেজি সংবাদপত্র

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার ‘পুরনো ইংরেজি ভাষার সংবাদপত্র’ দ্য নম পেন পোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। শুক্রবার (১ মার্চ) পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিজ্ঞাপনে আয় কমে যাওয়া এবং প্রযুক্তিগত উদ্ভাবনের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয়ে পত্রিকাটির মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

পোস্টে বলা হয়, কোভিড-১৯ সময়কাল এবং পরবর্তী অর্থনৈতিক মন্দার মধ্যে গত কয়েক বছর ধরে পত্রিকাটি ক্ষতির মধ্যে রয়েছে। এছাড়া প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদের ব্যাপক প্রচলন কোম্পানিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
 
মালিক পক্ষ ঘোষণায় জানায়, গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ‘স্বাধীন, পেশাদার সংবাদপত্র’ প্রকাশ চালিয়ে যাওয়ার জন্য আরও তহবিল গঠনের প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।
 
পোস্টে আরও জানায়, আগামী ২৯ মার্চের পর থেকে সংবাদপত্রটির ইংরেজি ও খেমার সংস্করণের প্রকাশনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের শেয়ারহোল্ডাররা।
 
তবে প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও নম পেন পোস্টের অনলাইন সংস্করণ চালু থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image