
নিউজ ডেস্ক : টুইটারের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির বর্তমান মালিক ইলন মাস্ক নতুন লোগো প্রকাশ করেছেন । অতি পরিচিত নীল পাখির বদলে টুইটারে লোগো এখন হয়েছে 'X'।
সোমবার (২৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়াও ট্যুইটারের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের বাইরের অংশে এক্স লোগোর প্রতিচ্ছবি দেখা গিয়েছে।
গত রোববার মাস্ক টুইট করেন বলেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।'
এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবার ও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
মাস্ক জানিয়েছেন, তিনি X কৰ্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে 'X' নামে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: