• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভোক্তা অধিকারকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া উচিত: ডিএফডি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
রাষ্ট্রীয় সম্মাননা দেয়া উচিত
ভোক্তা অধিকার

নিউজ ডেস্ক : দুর্নীতির সঙ্গে যুক্ত দেশের বড় বড় প্রতিষ্ঠান এমন খবর পাওয়া গেলেও, ভোক্তা অধিকারের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, প্রতিষ্ঠানটিকে স্বাধীনতা পদক বা অন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা দেয়া উচিত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৮ আগস্ট) এসব কথা বলেন তিনি।
 
হাসান আহমেদ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দুর্নীতি দমন কমিশন; যারাই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে নানা সময় ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ভোক্তা অধিকারের বিরুদ্ধে আজ অবধি এমন কোনো অভিযোগ ওঠেনি।
 
ডিএফডি চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটির কাজের প্রাপ্য হিসেবে স্বাধীনতা পদক বা অন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা দেয়া উচিত।

ভোক্তা অধিকারের ভূমিকা উল্লেখ করে কিরণ বলেন, যখনই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে ভোক্তা অধিকার সেখানে সাহসী ভূমিকা পালন করেছে। দ্রব্যমূল্য কমাতে ভোক্তা অধিকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 
 
চলতি বছরের মে মাসে ভোক্তা অধিকার নিশ্চিতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে দশ দফা সুপারিশ দিয়েছিল ডিবেট ফর ডেমোক্রেসি।
 
একক সংস্থার মাধ্যমে বাজার পর্যবেক্ষণের দায়িত্ব প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে বলে সুপারিশ করেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image