• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেনাপোলে ৫টি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
৫টি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক
পিস্তলসহ বাবা-ছেলে আটক

বেনাপোল প্রতিনিধি, যশোর: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২৩ মে) ভোরে তাদের আটক করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মো. শাহ জামাল ওরফে কালু (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী। আটক বাবা-ছেলের বিরুদ্ধা অস্ত্র আইনে মামলা দিয়ে  বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / মো. রাসেল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image