• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে সনাতন ধর্মবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৭ পিএম
সনাতন ধর্মবলম্বীদের রথযাত্রা
সনাতন ধর্মবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়: সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পঞ্চগড়ের আটোয়ারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা জুলাই) উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া রাধাবল্লভ জিঁউ মন্দির হতে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জগন্নাথ দেবের মাসীর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করা হয়। প্রায় ৭ কি.মি. রথ টানার পর শিক্ষক আশুতোষ রায়ের পারিবারিক মন্দিরে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। সেখানে ছোট্ট পরিসরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা বিপেন চন্দ্র রায়, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাহেদ এবং পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জ্যোতিশ চন্দ্র রায়। অত:পর রথের শোভাযাত্রা আরো ৭কি..মি. পথ পায়ে হেঁটে উপজেলা পরিষদ অভিমুখে রওয়ানা হয়ে বড়দাপ ঘোষপাড়া কেন্দ্রিয় হরি মন্দিরে জগন্নাথ দেবের মাসীর বাড়ী এসে পৌঁছায়। সেখানে উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক বিমল চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহ। ।

রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কমলেশ চন্দ্র ঘোষ ও সদস্য কল্যাণ কুমার পালের যৌথ সঞ্চালনায় ধর্মীয় আলোচক ছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গৌড়িয় মঠের পরিচালক ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী মদ্ভক্তি কমল নারায়ন মহারাজ। রথযাত্রায় আগত ভক্তদের প্রসাদ বিতরণের মাধ্যমে ওই দিন সন্ধায় প্রথম দিনের কর্মসুচি শেষ হয়। কর্মসুচির সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আটোয়ারী উপজেলার সভাপতি মনোজ রায় হিরু।

ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image