
নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণ সাগরে হাইপারসনিক মিসাইল সজ্জিত ফাইটার প্লেন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর পুতিন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, তিনি কিনঝাল ক্ষেপণাস্ত্রে সজ্জিত মিগ-৩১ বিমান কৃষ্ণ সাগরে পাঠিয়েছেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, কারও জন্য কোনো হুমকি নেই, তবে ভূমধ্যসাগরে কী ঘটছে আমরা সেদিকে নজর রাখার চেষ্টা করছি। তিনি বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে দুটি বিমান পরিবহন গ্রুপ স্থানান্তর করেছে। পুতিন আরো বলেন, এ সবই মধ্যপ্রাচ্যে সংঘাতের পটভূমিতে পরিবেশকে উত্তপ্ত করছে।
পুতিন বলেন, তিনি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাদের আলোচনার সময় ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, রাশিয়া ও চীন "সাধারণ হুমকির" মুখোমুখি হয় যা তাদের সম্পর্ককে প্রভাবিত করে। আসুন শক্তিশালী করা যাক।
প্রসঙ্গত,চীন রাশিয়াকে কূটনৈতিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়েছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করতে সহায়তা করেছে।
পুতিন আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা ক্রমাগত ভুল করছে। ইউক্রেনকে দূরপাল্লার ATACMS মিসাইল দিয়ে বড় ভুল করেছে আমেরিকা। আমেরিকা ব্যক্তিগতভাবে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে জড়িয়ে পড়ছে, যার সাথে তার কিছু করার নেই।
পুতিন বলেন, মঙ্গলবার গভীর রাতে গাজার একটি হাসপাতালে বিস্ফোরণের পর যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধ করা উচিত, যাতে শত শত মানুষ মারা না যায়। সোমবার তিনি মিশর, সিরিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন বলে জানিয়েছেন। এসময় সবাই ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত বন্ধ করা উচিত বলে মত প্রকাশ করেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: