
নিউজ ডেস্ক: লিবিয়াতে উদ্ধার কাজ চালাতে গিয়ে গ্রীসের তিন দমকল কর্মী নিহত হয়েছে। রোববার গ্রীসের বন্যা বিধ্বস্ত অঞ্চল দেরনা তে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে একই ঘটনায় লিবিয়ার একটি পরিবারের তিন সদস্য নিহত হয়।
লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, দেরনা এক সড়ক দিয়ে গ্রীসের একটি উদ্ধারকারী দল যাচ্ছিল। বিপরীত দিক থেকে লিবিয়ার বাসিন্দাদের নিয়ে একটি বাস আসলে তা নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীসের দমকল কর্মীদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৬ জনের মত নিহত হয় এবং আহত হয় বেশ কয়েকজন। লিবিয়ার কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে।
কূটনৈতিক সূত্র হতে গ্রীসের একটি সংবাদ মাধ্যম জানায় ওই দমকলকর্মীর টিম ছিল ১৬ জনের। যাদের মধ্যে তিনজন ছিল দোভাষী।
লিবিয়ার বন্যায় উদ্ধার তৎপরতা চালাতে ফ্রান্স ও ইটালি বিশেষ দল পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে প্রবল বজ্র ঝড়ে লিবিয়ার দেরনা এলাকার দুটি ড্যাম ভেঙে গেলে সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। জাতিসংঘের হিসাব মতে তাতে নিহত হয় ১১ হাজার ৩০০ মানুষ এবং নিখোঁজ ১০ হাজারের অধিক।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: