• ঢাকা
  • সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লিবিয়ায় বন্যায় নিখোঁজ ১০ হাজার মানুষ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ এএম
বন্যায় ১০ হাজার লোককে ভাসিয়ে নিয়ে গেছে
লিবিয়ায় নিখোঁজ ১০ হাজার মানুষ

নিউজ ডেস্ক:  লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার সংঘটিত ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া দুটি বাঁধ ধ্বসে গেছে। এর ফলে সেখানে দেখা দিয়েছে ‘বিপর্যয়কর পরিস্থিতি’। দেখা দিয়েছে বন্যা। বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ লোকের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ লোক নিহত হয়েছেন।

এই বন্যাকে অনেকে ‌‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image