• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাঁদপুর জেলা ১'শ ১২ মণ জাটকা জব্দ, আটক ৪০


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৪ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম
চাঁদপুর জেলা ১'শ ১২ মণ জাটকা জব্দ, আটক ৪০
জাটকা জব্দ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৪ 'শ ৮০ কেজি (১ 'শ ১২ মণ) জাটকা জব্দ করেছেন নৌ-পুলিশ।

জাটকা পরিবহনে ব্যবহৃত ৭টি অটোরিকশাসহ ৪০ জন কে আটক করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানায় গণমাধ্যমকে তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।

চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মডার্ন সান লঞ্চ থেকে প্রায় ২ হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

এছাড়াও জাটকা পরিবহনে ব্যবহৃত মোহনপুরের সাতটি অটোরিকশা ও ৭ চালকসহ পৃথক স্থান থেকে ৪০ জনকে আটকা করা হয়।

তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। অভিযানকালে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান (ওসি) ও সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image