নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার চরভৌরবি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ১টি এক্সকাভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্তুন জব্দসহ ১১ জনকে আটক করেছেন কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার আনুমানিক রাত ২টার পর কোস্ট গার্ডের সদস্যরা চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন চরভৌরবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছিলেন চাঁদপুর জেলা সিনিয়র সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও জব্দকৃত এক্সকাভেটর ও পন্তুন কোস্ট গার্ড স্টেশনের হেফাজতে কয়লা ঘাট পন্তুনে রাখার নির্দেশ দেন বিচারক।
জব্দকৃত বাল্কহেড বিসিজি পন্তুন চাঁদপুরে রাখা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: