• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশের ২৫ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারের দখলে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৬ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩২ পিএম
দেশের ২৫ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারের দখলে
ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেশের ২৫টি ওয়েবসাইট থেকে ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে।

বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয় ১৫ আগস্টকে সামনে রেখে। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা যায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে যেসব প্রতিষ্ঠান- টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট এবং বিভিন্ন পুলিশ ইউনিট।

দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। 

যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image