নিউজ ডেস্ক : বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পুলিশ এ্যানিকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: