• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাগরে লঘুচাপের শঙ্কা, ঝড়বৃষ্টির পূর্বাভাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪০ এএম
সাগরে লঘুচাপের শঙ্কা
ঝড়বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে । সেইসঙ্গে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।   

আরও বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত । এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।   

এমন পরিস্থিতিতে মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) থেকে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।   

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে । 

এমন অবস্থায় বুধবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে ।   

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । বান্দরবানে সোমবার (১১ সেপ্টেম্বর) দেশের সর্বনিম্ন২৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । এদিন দেশের সর্বোচ্চ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরে । 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image