
জামালপুর প্রতিনিধিঃ জামালপুর দেওয়ানগঞ্জে ভাষা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা বদিউর রহমানের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
৭ অক্টোবর (শনিবার) সকালে উপজেলার পৌর শহরের কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ভাষা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা বদিউর রহমানের মরোদেহ আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
ভাষা সৈনিক বদিউর রহমান দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৫২ সালে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয়ের (বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণির ছাত্র বদিউর রহমান তালুকদার ভাষা আন্দোলনে যুক্ত হন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
৭ অক্টোবর সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: