• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে এক হাসপাতালে ১ দিনে ২৪ জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৯ পিএম
১ দিনে ২৪ জনের মৃত্যু
ভারতের এক হাসপাতাল

নিউজ ডেস্ক : ভারতের এক হাসপাতালে একদিনে ১২ নবজাতকসহ মোট ২৪ জন মারা গেছেন। জানা গেছে, মৃতদের মধ্যে অনেকেই সাপের কামড়ে মারা গেছেন।

শংকররাও চাভান সরকারি হাসপাতালের ডিন জানিয়েছেন, ‌‌‌ছয় মেয়ে ও ছয় ছেলে শিশু গত ২৪ ঘণ্টার মারা গেছে। আর ১২ প্রাপ্তবয়স্কও নানা কারণে মারা গেছে। যাদের মধ্যে অনেককেই সাপে কেটেছিল। এই ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর বিরোধীরা বলছে এই দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে। 

তিনি আরও বলেন, আমদের হাসপাতালটি ছোট, কিন্তু ৭০-৮০ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র চিকিৎসার জায়গা। তাই দূর-দূরান্ত থেকে রোগীরা আমাদের কাছে আসেন। কোনো কোনো দিন রোগীর সংখ্যা বেড়ে যায় এবং আমাদের বাজেটের সমস্যায় পড়তে হয়। এটি হাফকাইন ইনস্টিটিউট। আমাদের তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা ছিল। কিন্তু তা হয়নি। আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের দিয়েছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image