• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহের ৩ ওয়ার্ডে আধুনিক  এলইডি সড়কবাতি উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৯ এএম
৩ ওয়ার্ডে আধুনিক  এলইডি সড়কবাতি
লইডি সড়কবাতি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: বিশ্বের অন্যতম সেরা ইউরোপীয়ান স্ট্যান্ডার্ডে পোল্যান্ডের তৈরি বিদ্যুৎসাশ্রয়ী এনার্জি সেভিংস ফিলিপস এলইডি সড়ক বাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে ময়মনসিংহ নগরীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। শনিবার রাতে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান রাস্তায় সড়কগুলোতে  পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

যেসব এলাকায় পোলসহ আধুনিক এলইডি জ্বলছে তা হলো- কাচারি জামে মসজিদ থেকে আমপট্টি, দূর্গাবাড়ি রোড, আমলাপাড়া রোড, মৃত্যুঞ্জয় স্কুল রোড, হরিকিশোর
রায় রোড, বড় বাজার, ছোট বাজার, স্বদেশী বাজার এবং কালীবাড়ি মরহুম ফজলে হক সড়কে জ্বলতে শুরু করেছে আধুনিক এলইডি বাতি। নতুন সড়কবাতিতে সড়কসমূহ হয়ে উঠেছে আরও আলোকিত, আরও নিরাপদ।

মেয়র টিটু এ সময় বলেন, উদ্বোধনকৃত সড়কসমূহের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাকি সড়ক গুলোও ধীরে ধীরে আলোকিত হবে। নাগরিক স্বাচ্ছন্দ ও নিরাপত্তা নিশ্চিতে এবং শতভাগ আলোকিতকরণের লক্ষ্যে আমরা কাজ করছি।

মেয়র আরও বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন জুড়ে ৬ হাজার ৬৭৩ টি পোলসহ সড়কবাতি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছরের মধ্যে এসব সড়কবাতি শহরকে আলোকিত করবে।

উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যু) মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমুখ
উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image