
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীজুড়ে নানা খারাপ খবর। মনটা খুবই খারাপ হয়ে থাকে। কিন্তু এর মধ্যেও একটা খবর শুনে একদম শিউড়ে উঠলাম।’
সম্প্রতি হত্যার শিকার ইরানের পরিচালককে নিয়ে বললেন এ অভিনেত্রী, ‘ কে বা কারা ইরানের পরিচালক দারিউশ মেহরজুইকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। তাকে একা নয়, একইভাবে হত্যা করেছে তার স্ত্রীকেও।’
দু:খ করে তিনি আরও জানিয়েছেন, ‘এত অপূর্ব সব সিনেমা বানিয়ে ইরানকে যিনি পৃথিবীর সামনে গর্বের সঙ্গে তুলে ধরলেন, কে তাকে এভাবে হত্যা করতে পারল? এমন একজন মানুষেরও কি এমন নিষ্ঠুর শত্রু থাকতে পারে? মৃত্যুর সময়েও নিশ্চয় দারিউশ মেহরজুই অবাক হয়ে সে কথাই ভাবছিলেন!’
পরিচালককে নিয়ে অভিনেত্রী শেষে বলেন, ‘যেই তাকে হত্যা করুক, আমাদের বুকের গভীরে তার মৃত্যু নেই।’
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: