
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) সংবাদদাতা: চাটমোহর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজন পাট চাষিদের মাঝে পাট বীজ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে পাট বীজ বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, চাটমোহরের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বাচ্চু মিয়া, জেলা পাট চাষি সমিতির সভাপতি সুনিল চন্দ্র, উপজেলা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সুজিত কুমার মুন্সিসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা ১১ টি ইউনিয়নের ২ হাজার ৮ শত পাট চাষির প্রত্যেকে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: