• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
আড়াই শতাধিক পরিবার পেল
ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার

মো. জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতীতে আড়াই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে  উপজেলার থানা রোড এলাকায় এসব উপহারসামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা।

প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে আড়াই শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাইম ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির, সাংবাদিক মোশাররফ হোসাইন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু আমাদের এলাকায় দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সবাইকে পাশে নিয়ে চলতে চাই। সবারই খুশিই আমাদের খুশি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image