
জাহিদুল হক মনির, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আড়াই শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয় মিল মালিক খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে এসব কম্বল বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ফকির মো. সিদ্দিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুস ছালাম।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রেজাউর রহমান, আলহাজ্ব শাজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান, ডাঃ সেরাজুল হক স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ প্রমুখ।
পরে শেরপুর-৩ আসনের সাবেক সংসদস সদস্য প্রয়াত ডা. সেরাজুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: