• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারি বৃষ্টিপাতে ঝালকাঠিতে ৬০ গ্রাম প্লাবিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫২ এএম
পানি ঢুকেছে বলে জানা গেছে
ঝালকাঠিতে ৬০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক:    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকুলীয় জেলা ঝালকাঠিতে সোমবার সকাল থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাত এবং  দমকা হাওয়া বইছে। সকাল থেকে বৃষ্টির প্রভাবে জেলার অনেক গ্রামের নিমাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

জেলার কাঠালিয়া উপজেলার অর্ধশতাধিক গ্রামের বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। আমুয়া বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে নদী ভাঙনের খবরও পাওয়া গেছে। এ ছাড়াও জেলার চারটি উপজেলার নিন্মাঞ্চলের প্রায় ৬০টি গ্রামে পানি ঢুকেছে বলে জানা গেছে।

বৈরি আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু গাছপালার ক্ষতি হয়েছে। জেলায় ভোররাত থেকে বিদুৎ সরবারাহ বন্ধ এবং নেট সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অটোরিকশাচালক ফিরোজ হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তাঘাটে পানি উঠেছে। বাইরে তেমন লোকজন নেই। পেটের টানে বৃষ্টির মধ্যে অটো রিকশা নিয়ে রাস্তায় নেমেছি।’

সুগন্ধা নদী পাড়ের বাসিন্দা সালমা বেগম বলেন, ‘আমরা নদীর পাড়ে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করি। বৃষ্টি বন্যার সঙ্গে আমাদের যুদ্ধ করেই দিন চলে। বৃষ্টি বন্যা হলেই আতঙ্কের মধ্যে থাকতে হয়।’

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image