
বরিশাল প্রতিনিধি : জীবিকার তাগিদে জুস আর লেবুর শরবত বিক্রি করে সংসার চালাতেন মিজান। চার বছর আগে অভাবের তাড়নায় পরিবার নিয়ে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। স্ত্রী, সাত বছর বয়সের কন্যা ও সাত মাস বয়সী ছেলেকে নিয়ে বৃহস্পতিবার দাওয়াত খেতে গিয়েছিলেন শ্বশুরের বাসায়।
দাওয়াত খাওয়া শেষে নিজ বাসায় ফেরার পথে মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে মিজান, তার স্ত্রী ও কন্যার! এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে তার সাত মাসের ছেলে হোসাইন।
ঝালকাঠির পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড বাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামে জানাজা শেষে একই কবরস্থানে মাঝখানে সন্তানকে রেখে দুই পাশে মা-বাবাকে দাফন দেয়া হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: