
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) সংবাদদাতা: পাবনার চাটমোহর উপজেলঅ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দান ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবিদ এ এ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান,সহ-সভাপতি আব্দুল মমিন,কৃষক মামুনুর রশীদ প্রমুখ।
এদিকে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
গত রবিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পরিষদ শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শনের জন্য ১৮টি স্টল স্থাপন করা হয়। গত মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: