নিউজ ডেস্ক: গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার শুরু হয়েছে ভারত-পাকিস্তান আইসিসি ক্রিকেট ম্যাচ। এদিন টসে জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের অধিনায়ক বাবর আযমকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অল আউট হয়ে গেছে। আউট হয়েছেন আবদুল্লাহ শফিক ২০ রান , ইমামুল হক ৩৬ রান, বাবর আযম ৫০ রান, সৌদ শাকিল ৬ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৪৯ রানে করে। মোহাম্মদ সিরাজ , বুমরাহ , হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, রবীন্দ্র জাদেজা সবাই ২ টি করে উইকেট নেন ।
দুই পক্ষের আজকের একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল,বিরাট কোহলি,শ্রেয়াস আইয়ার,কেএল রাহুল,হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা,শার্দুল ঠাকুর,জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ।
পাকিস্তান:আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: