• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদের ছুটিতে আখাউড়ায় ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম
ঈদের ছুটিতে আখাউড়া
আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়িরা। স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে বুধাবর এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এ সময়ে শুধু ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতিমধ্যেই দু'দেশের ব্যবসায়িদেরকে জানানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান এ ব্যবসায়িক নেতা। 

ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image