কবি সাগর সগীর
কালের যাত্রার ধ্বনি
১০০ মিটার দৌড় নয়,
এমনকি,
১৫০০ মিটারও
নয় !
আমরা এবার,
এই যাত্রায়
ম্যারাথন দৌড়ে
নামতে চলেছি।
কেবল একটি, দু'তিন বা চারটি ঘরের বাড়ী/ফ্লাট নয়,
নয় তিন চার বা ছয় তলার কোন বাড়ী;
এমন কি নয় বহু-তল কোন হাউজিং কমপ্লেক্স নির্মাণ !
আমাদের লক্ষ্য যে পরিপূর্ন
"সবুজ মানবিক-নগর (কংক্রিটের বস্তি নয়!)
গড়ে তোলা',
সেই 'মায়া ভরা' গাঁ ফিরিয়ে আনা ;
কবির ভাষায় "ছায়া সুনিবিড় শান্তির নীড়
ছোট ছোট গ্রামগুলি" ;
"যেখানে হয় সবাই সমান
সবার জন্য সকলের টান" !
আমরা যে তাই
হতে চলেছি
বহু,
বহু দূর দিগন্তের
অভিযাত্রী !
'দেহে-দেহে রোগ,
ঘর-ঘরে রোগি' দশার
আজকের
এই 'জীবন-ছবি', এই 'সমাজ-চিত্র নয়',
"সুস্থ মানুষ, সুস্থ পরিবার,
সুস্থ সমাজ বিনির্মান" যে আমাদের পবিত্র-লক্ষ্য !
'সমৃদ্ধ গর্বিত বাংগালী জাতির পুনরভ্যুত্থান ঘটানোর
কাল-নির্ধারিত
মহা-দ্বায়িত্ব যে আজ
কাঁধে পড়েছে
আমাদের !!
**সংগে,
সংগে আরও,
আরও যে "কত কি"
তা সময়ই জানে !!!
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: