
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের অলুয়া গ্রামের পাশে ঝিনুক নদীতে ৬ই মার্চ বৃহস্পতিবার সকালে একটি বোলগেট ও ছোট নৌকার সংঘর্ষে সোহাগী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সোহাগী অলুয়া গ্রামের বাহার উদ্দিনের শিশু কন্যা।
সোহাগীর মৃত্যুর বিষয়টি গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার বিষটি নিশ্চিত করেছেন। বোলগেট চালক আটক রয়েছে ।
জানা যায়, ঘটনার দিন সকালে সোহাগী নামের এই শিশু মেয়েটি একটি ছোট নৌকা নিয়ে নদী পার হচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে একটি ষ্টিলবডি বোলগেট এসে নৌকার উপরে উটে পড়ে। নৌকাটি ডুবে গেলে বোলগেটের পাখার আঘাতে শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়।
পরে গুরুতর অবস্থায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে নোয়াগাওয়েরর নিকটে মারা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: