
নিউজ ডেস্ক: বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুশীলন করেছে টাইগাররা। গুয়াহাটিতে এদিন বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে বাংলাদেশ দলকে।
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের পর্দা উঠতে আরও ৭ দিন বাকি থাকলেও এরমধ্যেই এর দামামা শুরু হয়েছে। মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। যার প্রথমটিতে আগামীকাল (শুক্রবার) ভারতের গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সাকিব আল হাসানের দল। কোচদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় সে ভিডিওতে। এছাড়া অধিনায়ক সাকিব দলের উদ্দেশে ব্রিফ করতেও দেখা গিয়েছে।
আগামীকালের পর আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। আগামী ২ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এদিকে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে নানা বিতর্কিত কাণ্ড ঘটে যায় দুই সিনিয়র তারকা সাকিব ও তামিম ইকবালের মধ্যে। তবে সব ছাপিয়ে নতুন শুরু করতে মুখিয়ে রয়েছেন টাইগাররা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: