• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে ধর্ম প্রতিমন্ত্রীর বাঁশ পাইলিং উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
নদী ভাঙ্গন রোধে ধর্ম প্রতিমন্ত্রীর বাঁশ পাইলিং উদ্বোধন
ধর্ম প্রতিমন্ত্রীর বাঁশ পাইলিং উদ্বোধন

ইসলামপুর প্রতিনিধি, জামালপুর: জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর,গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর,ও চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে বাঁশ পাইলিংয়ের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল।  

শনিবার দিনব্যাপী তিনটি স্থানে বাঁশের পাইলিংয় উদ্বোধন করেন। চন্দনপুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে  তিনি এলাকাবাসীকে চাঁদা ও স্বেচ্ছাশ্রম দিয়ে কাজের সহায়তায় করায় প্রশংসা করেন। তিনি দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে জনগণের মধ্যে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় উপজেলা চেয়ারম্যান এড জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী,পৌর মেয়র আঃ কাদের শেখ,চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সরদার জাকিউল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাছের উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ, বকশিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সরোয়ার আলম,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃএনামুল হক,সদস্য আঃগনি মিলিটারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনসহ ইউনিয়ন আওয়ামীলীগ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমের কর্মী।

ঢাকানিউজ২৪.কম / লিয়াকত হোসাইন লায়ন/কেএন

আরো পড়ুন

banner image
banner image