• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসরায়েলের কারাগারে অনশনরত অবস্থায় ফিলিস্তিনি বন্দীর মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ এএম
ফিলিস্তিনি বন্দীর মৃত্যু
খাদের আদনান

নিউজ ডেস্ক:  ইসরায়েলের একটি কারাগারে অনশনরত অবস্থায় খাদের আদনান নামের এক ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের একজন সিনিয়র সদস্য ছিলেন। মঙ্গলবার তার মৃত্যু হয়।

ইসরায়েল প্রিজন সার্ভিস জানিয়েছে, খাদের আদনানকে তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যাওয়া।

খাদের আদনানের মৃত্যুর জন্য ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসরায়েলকে দায়ী করেছেন। ‘ইচ্ছাকৃতভাবে’ আদনানকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আদনানের মৃত্যুর ঘটনাকে ইসরায়েলের ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

অন্যদিকে আদনানের মৃত্যুর জন্য ইসলামিক জিহাদ ইসরাইলকে সতর্ক করে বলেছে, এ ঘটনায় ইসরায়েলকে ‘সর্বোচ্চ মূল্য’ দিতে হবে।

৪৫ বছর বয়সী আদনান গত দুই দশক ধরে ইসরায়েলের কারাগারে যাওয়া আসার মধ্যে ছিলেন। ফিলিস্তিনিদের কাছে তার নাম বেশ পরিচিতি লাভ করে। এর আগে তিনি চারবার অনশন করেছিলেন।

তথাকথিত প্রশাসনিক আটকাদেশের অধীনে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার হয়েছিল। এর প্রতিবাদে তিনি সে সময় ৫৫ দিন অনশন করেছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image