
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ৫ দিন পর সাইফুল ইসলাম (১৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার রামরায় দিঘির পূর্বপাশে ভুট্টা ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল হরিপুর উপজেলার দামোল গ্রামের নুর ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে গত ২৮ ফেক্রুয়ারি সন্ধ্যা ৬ টার পর অটোবাইকে যাত্রীনিয়ে রাণীশংকৈলে আসে সাইফুল। এরপর সে আর বাড়ি ফিরেনি। সাইফুলের পরিবার তার নিখোঁজের ব্যপারে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন।
রাণীশংকৈল থানার ওসি গলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: