
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণসাগর নৌবহরে ক্রিমিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় রুশ কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ অফিসার নিহত হয়েছেন।
ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দফতরে গত সপ্তাহে হামলা চালায় ইউক্রেন। এরপর সোমবার (২৫ সেপ্টম্বর) এ দাবি জানায় দেশটি।
ইউক্রেনের বিশেষ বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ১০৫ জন দখলদার। হামলার পর সদর দফতর লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ দাবি প্রসঙ্গে মস্কো কোনও প্রতিক্রিয়া জানায়নি।
হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা পর একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয় বলেছিল, এক সেনা নিহত হয়েছে। পরে নিখোঁজের কথা জানানো হয়।
ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, সেভাস্তোপোলে ব্রিটেনের দেয়া ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।। ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: