লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ব্যাটারীচালিত ইজিবাইক চাপায় মুসলিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নে ডিগ্রির গ্রামের বড় মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানান, ২৭ মে (শনিবার) দুপুরে ওই গ্রামের মজিবর রহমানের ৪ বছরের শিশু কন্যা মুসলিমা বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মুসলিমা। এলাকাবাসী চালক ও ইজিবাইকটি আটক করেছে।
ডিগ্রিরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ চালককে উদ্ধার করে থানায় এনেছে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: