• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অস্তিত্বে স্বপ্ন খোঁজে ফিরে ইসরাত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৭ পিএম
অস্তিত্বে স্বপ্ন খোঁজে ফিরে ইসরাত
ইসরাত

ফারজানা মৃদুলা 

ঘরকে পরিপাটি করে রাখাটা একটা দারুন শখ ছিলো ছোট থেকে কিন্তু সেই গোছানোর জিনিসপত্র গুলোতে থাকতে হবে নিঁখুত এবং বাঙ্গালীয়ানার ছোঁয়া। 

"প্রাপ্তির মধ্যে কোনো প্রকার যাদু নেই,  যা আছে তা হলো পরিশ্রম, পছন্দ এবং লেগে থাকা" মিশেল ওবামার এই উক্তিটি মনেপ্রাণে লালন করে অস্তিত্ব নামের প্রতিষ্ঠানের রুপকার ইসরাত শেহজাদ খান।

ইসরাত তার নামের অর্থটার মতই খাঁটি মানুষ হতে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ বলে মনে করে। সেই খাঁটি বাঙ্গালীয়ানার নান্দনিকতার ছোঁয়া দিতে তার উদ্যোগ এর নাম করে নিলো অস্তিত্ব। এই নামটির সাথে নিজের পরিচয়ে পরিচিত হবার পথটা কিন্তু মোটেও মসৃন ছিলো না।

কিন্তু শত বাঁধা থাকার শর্তেও সেই মানুষটি নিজের মনোবল কখনো ফিকে হতে দেয়নি ।

ব্রেইন স্টোক পরপর ২ বার ইসরাত কে ছোবল দিয়ে হসপিটালের বিছানাকে আলিঙ্গন করতে বাধ্য করলেও, 
নিজের মনের সেই শপথ কিছু ভালো কাজ করবো
যার মাঝে নিজের একান্ত একটা পরিচয় থাকবে,
সেই পরিচয় না ওমুকের কন্যা, না তমুকের স্ত্রী না তাহাদের জননী। 

যে পরিচয়ে নতুন করে জানান দেবে ভোরের সূর্যেরমত।  ইসরাত শেহজাদ প্রতিষ্ঠাতা অস্তিত্ব। যেখান থেকে হবে কর্মসংস্থান হবে কারোর ঘর সাজানোর চমৎকার মাধ্যম।

"Home decor" কিংবা গৃহসজ্জার জন্য দেশীয় পণ্য সামগ্রী নিয়ে কাজ করাটা কিন্তু মোটেও সহজ নয়, কেননা বিদেশি জিনিষের ছড়াছড়ি যেখানে বিরাজ মান, সেই জায়গাতে নিজের দেশের ঐতিহ্য কে তুলে ধরতে হাঁটিহাঁটি পায়ে এগিয়ে চলছে অস্তিত্ব। 

এই পণ্যকে সাজানো, এই পণ্যকে উপস্থাপন করা, এই পণ্যের সঠিক ব্যাবহারে সঠিক সৌন্দর্য তুলে ধরা অনেক কঠিন কাজ।

"অস্তিত্বের" তৈরি দেশীয় পাট পন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজেকে জানান দিয়ে চলছে।

২০২৪ এসে ইসরাত বিশ্বাস করে, যদি আমার সৃজনশীল চিন্তাধারা দিয়ে দেশীয় পন্য সামগ্রী সবার মাঝে উপস্থাপন করতে পারি, দেশীয় পণ্যের সৌন্দর্য তুলে ধরতে নিজে অনড় থাকি তাহলে অবশ্যই আস্তে আস্তে মানুষ দেশীয় পণ্যের দিকে ঝুঁকে পড়বে। বাংলাদেশের ঐতিহ্য গুলো বিচরন করে সর্বত্র।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image