
নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেরা সন্ত্রাসী বলেই বিরোধী দলের ওপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন চালাচ্ছে সরকার।তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সন্ত্রাসী দল।
মঙ্গলবার (১ আগস্ট) সরকার পতনের একদফার আন্দোলন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ করে বিএনপি।
কেরানীগঞ্জ থানা বিএনপির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির গণআন্দোলন দেখে সরকার ভয় পেয়ে অন্য পথে হাঁটছে বলেই নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে ক্ষমতাসীনরা। জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতেই গয়েশ্বরকে খাওয়ানোর নাটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অবিলম্বে সরকারের পদত্যাগ মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের নির্যাতন চালাচ্ছে। বিএনপির আন্দোলনের সময় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই ক্ষমতাসীনরা নানা ধরণের নাটক মঞ্চস্থ করছে বলেও অভিযোগ তার।
কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: